
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামে পটিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড দুলাল মুন্সির বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্তদের পাশে দাড়ালেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক ও জঙ্গলখাইন ইউনিয়নের জনতার চেয়ারম্যান মো: দিদারুল আলম। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় তাদের পারিবারিক অর্থয়ানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্তদের তিন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কোকারিজ সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারী মোহাম্মদ জাফরুল ইসলাম, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সেলিম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ইছাক সওদাগর, এম আজাদ, সুমন
দাশ প্রমুখ। খাদ্য ও কোকারিজ সামগ্রী প্রদানকালে জনতার চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর হযরত শাহেন শাহ বিশ্ব অলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ৩৭ তম বার্ষিক ওরশ উপলক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও কোকারিজ সামগ্রী প্রদান করা হয়েছে, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি শিক্ষা, চিকিৎসাসহ সামাজিক মানবিক কাজে সবসময় পাশে এগিয়ে এসেছে। তিনি অগ্নিকান্ড পুড়ে যাওয়া তিন ক্ষতিগ্রহস্তদের পরিবারে পাশে এগিয়ে বিত্তশালীদের আসার আহবান জানান।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দুলাল মুন্সির বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে তিন বসতঘরের আসবাবপত্র পএ সহ সম্পুর্ন রুপে পুড়ে ছাই হয়ে যায়।

Reporter Name 

















