
মাসুদ হোসেন খান,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে এক সংবাদকর্মী এবং আরেক ব্যবসায়ীর বাসায় তালার লক ভেঙ্গে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরচক্র দুটি বাসা থেকে নগদ ২৫ হাজার টাকা ও এ সময় প্রায় ১২ ভরি স্বর্নালংকার, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি সংগঠিত হওয়ার সময় বাসা দুটিতে কেউ ছিলেন না।
জানা যায়, জেলার শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন একটি বাড়ির নিচ তলার ভাড়াটিয়া দৈনিক মাতৃভূমি পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি, দীপ্ত টিভি ও মাই টিভির সাবেক প্রতিনিধি অপূর্ব দাস ও তার পাশের ফ্লাটে শিবচর পৌর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মঞ্জুরুল আলম ভাড়া থাকেন। গত ১৫ দিন ধরে সাংবাদিক অপূর্ব দাস স্বপরিবারে ভারতে অবস্থান করছেন। বুধবার সকালে তার প্রতিবেশী আরেক ভুক্তভোগী ব্যবসায়ী মুঞ্জুরুল ইসলাম তাকে মোবাইলে কল করে জানান তাদের দুই ঘরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের মালামাল এলোমেলো রয়েছে। অপূর্ব দাস তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নিরবকে বাসায় পাঠান। নিরব বাসায় গিয়ে দেখেন দরজার লক ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো পরে রয়েছে, খবর পেয়ে বুধবার বিকেলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক অপূর্ব দাস মুঠোফোনে বলেন, আমি স্বপরিবারে গত কয়েকদিন যাবত ভারতে রয়েছি। আজ সকালে জানতে পারি বাসায় চুরি হয়েছে। আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
আরেক ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জুরুল আলম বলেন, আমি প্রশাসনের কাছে দাবী জানাই তারা যেন দ্রুত চোরচক্রকে খুঁজে আইনের আওতায় আনে এবং আমাদের চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

Reporter Name 

















