
মো: খোরশেদ আলম ব্যুরো প্রধান :
কৃষকদের কথা চিন্তা করে দেশে নিয়ে এলো এসিআই বর্ষালী ধানের ব্রিজ। আর সেই ব্রিজ রোপণ করে আজ লাভবান কৃষকরা। এমন একটি মন্তব্য করেন চৌদ্দগ্রামের কৃষক। এইসময় তারা উল্লেখ করে বলেন অল্প সময়ের মধ্যে বেশি ধান পাওয়া যায় এসিআই বর্ষালী ধান ব্রিজে । সরে জমিনে গিয়ে দেখা যায়
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায়, চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি গ্রামে আমন মৌসুমে এসিআই কোম্পানির নতুন হাইব্রিড বর্ষালী ধান চাষ করে অনেক লাভবান হলেন চৌদ্দগ্রামের প্রান্তিক কৃষকরা । রবিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা পৌরসভার গোমারবাড়ি গ্রামের রাস্তা সংলগ্ন কৃষকের উপস্থিতিতে এসিআই বর্ষালীর ধান চাষের উদ্যোগ অনুষ্ঠিত হয় মাঠ দিবস ।
আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা জেলা মার্কেটিং অফিসার মো: তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন চৌদ্দগ্রাম উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মো: আরিফ সুলেমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা এরিয়া সিনিয়র সেলস ম্যানেজার মোঃ সোহাগ হোসেন। চৌদ্দগ্রাম বীজ ভান্ডার সত্বাধীকারী মো: জাফর হোসেন এর সভাপতিত্বে এই সময় স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বক্তব্যে উল্লেখ করে বলেন, অল্প দিনে বেশি ধান পাওয়া যায় একমাত্র এসি আই বর্ষালী ধান চাষে। বর্ষালী ধান উচ্চ ফলনশীল ও এই ধানে চিটার সংখ্যা কম, ব্লাস্ট রোগ সহনশীল জাত, ধান ঝড়বৃষ্টিতে ঝরে পরে না। এর জীবন কাল ১১৫-১২০ দিন। একরে ফলন ৯৫ - ১০০মন ধান উৎপাদন করতে সক্ষম হয় কৃষকরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মো: হেলাল মিয়া নামে এক কৃষক জানায় অন্যান্য জাতের তুলনায় আমন মৌসুমে এসিআই কোম্পানির নতুন হাইব্রিড বর্ষালী ধানে ফলন অনেক বেশি। এই ধান অল্পদিনে চাষাবাদ করে অধিক ফলন পাওয়া যায়। তাই সকলকে আমন মৌসুমে এসিআই কোম্পানির নতুন হাইব্রিড বর্ষালী ধান চাষ করার জন্য অনুরোধ জানান কৃষক। এই সময় আয়োজিত অনুষ্ঠানে এসিআই কোম্পানির বর্ষালী ধান চাষ করে লাভবান হওয়ায় অত্র কোম্পানির পক্ষ থেকে এক কৃষক কে একটি ঔষুধ চিটানোর মেশিন উপহার দিয়ে থাকেন অতিথি বৃন্দ।