
সাফিউল ইসলাম রকি নওগাঁ জেলা প্রতিনিধি :
সৌদি আরব প্রবাসী ও ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা তাঁর জীবনের ৫০তম ওমরা পালন করেছেন। দীর্ঘ ২৩ বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমান। কঠোর পরিশ্রম ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আজ তিনি সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শুধু নিজের উন্নতিই নয়, গ্রামের গরিব-অসহায় মানুষ ও বন্ধুদের পাশে দাঁড়াতে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন “ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তিনি সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
আব্দুল মতিন মৃধার এই উদ্যোগ ও ধারাবাহিক ধর্মীয় অনুশীলন স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে। তাঁর ৫০তম ওমরা পালনের খবরটি প্রবাসী বাংলাদেশি সমাজেও ব্যাপক সাড়া ফেলেছে।

Reporter Name 








