
মাহহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ”
সাম্য ও সমতায়,দেশ গড়বো সমবায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ ৩১শে অক্টোবর সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে এক বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল,আমতলী থানার অফিসার ইনচার্জ তদন্ত সাইদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফিরোজ আলম, বিআরডিবির চেয়ারম্যান ও জাতীয়বাদী যুবদল আমতলী উপজেলা শাখার সিনিয়র সদস্য সচিব মাইনুল হক মামুন,উপজেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ দলিল উদ্দীন, সমবায় সংগঠক সোহেল মোল্লা।
মোহাম্মদ আনোয়ারুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল,বন কর্মকর্তা মনিরুল হক মনি,আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, চ্যানেল আমতলীর ব্যবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মুলধনে সঞ্চয়ের সফলতার জন্য জন্য ঘটখালী সোনালি বহুমুখী সমবায় সমিতি, জনসেবা সঞ্চয় সমবায় সমিতি ও চন্দ্রা জলমহল মৎস্যচাষ সমবায় সমিতির সংগঠককে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Reporter Name 








