রিপোর্টার… কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়:
আজ ২০শে জুন ২০২৩ যুব অ্যাসোসিয়েশন এর পরিচালনায় মোহাম্মদ আলী পার্কে ,সকাল ১১ টায়, ২০২৩ এর খুঁটি পূজার শুভ সূচনা হলো, এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় ,কাউন্সিলার রেহানা খাতুন ,বিধায়ক বিবেক গুপ্তা, সহ অন্যান্য অতিথিবৃন্দরা এবং ক্লাবের সকল সদস্যবৃন্দরা,,।
আজ থেকেই ক্লাব কর্তৃপক্ষদের পূজোর ব্যস্ততা শুরু হয়ে গেল এবং তাদের এবারের থিম জানালেন শিবকে নিয়েই হবে আমাদের পথচলা এবং কেদারনাথকে তুলে ধরা তার সাথে সাথে বিভিন্ন দেবদেবী, প্রতিবছরই মোহাম্মদ আলী পার্ক নিত্যনতুন থিমের মাধ্যমে দর্শকদের উপহার দেন, এবং বিভিন্ন প্রতিযোগিতা থেকে পুরস্কার ছিনিয়ে নেন এই মোহাম্মদ আলী পার্ক কিন্তু তাদের মনের মধ্যে একটি দুঃখ আজ পাঁচ বছর যাবত রয়ে গেছে।।।
কিছু কারণে মোহাম্মদ আলী পার্কের পুরো জায়গায় পুজো কর্তৃপক্ষরা পুজো করতে পারেননি ১৩ ফুট পার্কের জায়গায় তারা পুজো করেন বাকিটা তারা রাস্তার মধ্যে করতে বাধ্য হয় তবুও তারা চেষ্টা করে দর্শকদের মন কাটতে এবং নতুন নতুন থিম এই জায়গার উপর তুলে ধরতে,,।
ক্লাবের সাধারণ সম্পাদক সুরেন্দ্ন কে শর্মা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে আজকের এই রথযাত্রায় যে খুঁটি পূজার শুভ সূচনা হলো বিভিন্ন সদস্যদের সহযোগিতায় এবং প্রশাসন ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে সমস্ত সহযোগিতায় আমরা যেটুকু জায়গার উপর পুজো করার অনুমতি পায় আমরা চেষ্টা করি দর্শকদের আনন্দ দেওয়ার পূজো কটা দিন। আমরা চাইবো আমাদের পাশে ফায়ার সার্ভিস, এলাকার কাউন্সিলর, পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা উনাদের কাছে কৃতজ্ঞ এবারও আমরা উনাদের কাছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।,।
খুঁটিপুজো মানেই বাঙ্গালীদের পূজো পুজো ভাব, আর পুজোর গন্ধ,। ছোটদের মনে একটা আলাদা অনুভব , আজ শুভদিনে অর্থাৎ জগন্নাথের রথযাত্রার দিনে, এই খুঁটিপুজো অনেকটাই ক্লাব কর্তৃপক্ষদের উৎসাহিত করবে।।। এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ।