স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল :
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্য কমিটি গঠন ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।গতকাল বুধবার বিকেল চার টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক সেলিম আকতার খান মিন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম,উপদেষ্টা ও জীবননগর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,অনির্বার্য কারণ বসত অনুপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি/এ জাহিদুল ইসলাম বাবু।
উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি আশরাফুন নাহার শোভা,হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান ও জীবননগরের সাংবাদিক তারিকুর রহমান। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সেলিম আকতার খান মিন্টু।উক্ত মতবিনিময় সভা শেষে উপস্থিত সম্মাণিত উপদেষ্টা সহ সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনকে সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি এসএম নাসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আন্দুলবাড়ীয়া পেসক্লাবের নব- নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি রুস্তম আলী (দৈনিক বাংলাদেশ খবর) দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ (দৈনিক আকাশ খবর)অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা হাসিবুল হোসেন শান্ত (সাপ্তাহিক জীবননগর বার্তা) তথ্য – প্রযুক্তি ও প্রচার- প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ মন্ডল জনপ্রিয় আনলাইন পোর্টাল (দৈনিক প্রথম বাংলাদেশ) , কার্য্য নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,রানা মাহমুদ,রাকিবুল ইসলাম রুবেল,সদস্য মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি,রাজু আহমেদ, সহ কমিটির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।