সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বুধবার সকাল ৭টায় পৌর শহরের মাংশ বাজারের সামনের সড়কে পশু জবাই করা, সংক্রামক রোগ মুক্ত’র সনদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে মোবাইল কোর্ট পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ অনুযায়ী পৌর শহরের ৫ জন ব্যাবসায়ীকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম।এ সময়ে তাকে সহায়তা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক,পৌর স্যানিটারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও আমতলী থানা পুলিশ।
বাঁধঘাট বাজারে শাহাজান দুয়ারী ও জাকির আকনকে ৪০ হাজার, বটতলা বাজারে শাজাহান মৃধা ২০ হাজার ও একে স্কুল বাজারে আঃ রহমানকে ২০ হাজার ও আঃ জলিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।