শরিফ মিয়া জামালপুর :
জামালপুরের ইসলামপুরে আলো কৃর্ষি উন্নয়ন ফাউন্ডেশন ৬ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসব মূখর পরিবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১নভেম্বর)সকালে মোশারফ গঞ্জ বাজার ফাউন্ডেশন কার্যলয়ে আলো কৃর্ষি উন্নয়ন ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক আল আমিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি।
বিশেষ অতিথি ছিলেন,আলো কৃর্ষি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল রাজু রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য রজব আলী মুল্লুক, কাউন্সিলর ফজলুর রশিদ, সোহেল রানা পলাশ ও বনিক সমিতির সভাপতি শাফিউল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন,আলো কৃর্ষি সিনিয়র ফিন্ড অফিসার টুম্পা আক্তার,ম্যানেজার বিথী আক্তার প্রমুখ।
আলোচনা সভা স্থানীয় জনপ্রতিনিধি,সুধী ও আলো কৃর্ষি উন্নয়ন ফাউন্ডেশন সুবিধাভোগি,কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা কৃর্ষিখাতে উন্নয়নের কৃর্ষি উন্নয়ন ফাউন্ডেশন সফলতা সাথে এগিয়ে যাবে এই প্রত্যাশা কামনা করেন অনুষ্ঠানের শেষে আলো কৃষি ফাউন্ডেশন এর পক্ষ থেকে টুম্পা আক্তার সিনিয়ার ফিল্ড অফিসার কে ১টি মোটরসাইকেল দেয়া হয়।