কলমে, কে এম মেহেদী হাসান:
একটা বার দেখো;
না-হয় ফিরে যেও তুমি!
আমার কলমি ফুল না-হয় নিশিতেই হোক লজ্জাপতি।
ভোরের মেঘ ঘামা কুয়াশায় ভেজা যাঁর পাপড়ি ধারা,
জলারণ্যের জল আহা;
সে ফুলের ভূমিষ্ঠ ক্ষনে জননীর রক্ত ঝরা।
নীলিমার চরণ তলে সাদা কাশফুলে আদিবাস,
আনন্দে উল্লাসে খেয়ালে অখেয়ালে প্রভঞ্জন ক্রমাগত নির্মম করে তাহার সর্বনাশ।
শান্তির মুকুট ভেবে তুলে নিয়েছো যা-মাথায়,
অনিয়মের গতি বয়ে;
নিস্পাপ বিবেককে দুমড়েমুচড়ে____
সে-জন নিসচয় মরিবে ঘাটে আসমানী ঠাঠায়।
দিবসে তুলসীর লতার বহুমুখী বিদ্রুপ,
রজনীতে ওহে;___
তোমার হিয়ায় উদয় প্রলয়ের ক্ষিপ্ত কম্পিত রূপ।
অনুনয় প্রতি-ক্ষন আপন হৃদয়ের সখা__
একটা বার দেখো;
না-হয় ফিরে যেও তুমি!
আমার কলমি ফুল না-হয় নিশিতেই হোক লজ্জাপতি।