কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা বিশ্ব নেত্রী শেখ হাসিনার ৭৭ জন্মদিন উৎযাপন উপলক্ষে কৃষকলীগ কাপাসিয়ার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর কাপাসিয়ার আড়াল দক্ষিণগাঁও গ্রামে মরিয়ম ভিলেজে দিনব্যাপি হাজারো কৃষকদের নিয়ে এ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ কৃষকলীগ সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা প্রধান অতিথি ছিলেন। কৃষকলীগ কেন্দ্রীয় উপদেষ্টা ও মরিয়ম ফাউন্ডেশান চেয়ারম্যান আলম আহমেদ প্রধান আলোচক ছিলেন।
আলম আহমেদ বলেন, কাপাসিয়া মানুষ বিপ্লবী মানুষ। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি।আমরা স্বাধীনতার কথা বলি। আমরা নৌকার কথা বলি। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করছে। শেখ হাসিনার উন্নয়ন গুলো আমরা প্রতিটি গ্রামে, প্রতিটা ঘরে,পাড়া মহল্লায় তুলে ধরবো। আমরা অবশ্যই নির্বাচিত হবো।
কৃষকলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আইন উদ্দিনের সভাপতিত্বে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, রশিদ সরকার,জসিম উদ্দিন, জানে আলম কনক,মজিবুর রহমান, হাফিজুল চৌধুরী আয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।