রাহাত আকন্দ:
ময়মনসিংহের গফরগাঁও এর জয়ধরখালী নতুনবাজারে প্রবাসী ও যুবসমাজের ব্যানারে অসহায়,গরীব সামর্থ্যহীনদের জন্য ফ্রি হাট কর্মসূচী চালু করেছে।সংগঠনের সমন্বয়কারী মালদ্বীপ প্রবাসী সোহেল ইফরান জানান,এবারের রমজান মাসে সামর্থ্যহীনদের জন্য ‘ফ্রি হাট কর্মসূচি’ চালু করেছেন তাঁরা।শুক্রবার (২৪মার্চ)জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে হাটের যাত্রা শুরু হয়েছে।
গতকাল প্রথম রোজার প্রথমদিনে১৩০টি পরিবারের মধ্যে বিভিন্ন রকম ইফতারসামগ্রী খাদ্য সামগ্রী, বিনামূল্যে দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সমন্বয়কারী মালদ্বীপ প্রবাসী সোহেল ইফরান বলেন, ‘হাটের কার্যক্রম রমজান মাসের পরবর্তীতে চাহিদা ও অগ্রাধিকার ভিত্তিতে ফ্রি সামগ্রীতে নতুন নতুন পণ্য যুক্ত হতে পারে ও কর্মসুচী চলমান থাকবে।সংগঠনের কর্মী রাজন বলেন,সংগঠনটি অলাভজনক ও অরাজনৈতিক। প্রবাসী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জড়িত আছেন।গফরগাও উপজেলার জয়ধরখালী নতুন বাজার এলাকার কিছু প্রবাসী ও স্থানীয় উদ্যমী যুবকের প্রচেষ্টায় গড়ে ওঠেছে এই সংগঠনটি। মহামারী করোনা কাল থেকে বিভিন্ন সংকটে মোকাবেলায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।
স্থানীয় লোকজন বলেন সংগঠনটির পাশে দাড়িয়ে মানবিক কাজে প্রবাসী সহ সকল শ্রেনী পেশার মানুষের সুদৃষ্টি কামনা করেন।