স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর সহ অফিস কার্যালয় ও বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সূত্রে জানায় , ওই এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান সরকার লাবি। তার ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। যার ফলে ঝুট বোজাই ট্রাকে বাঁধা দিয়ে ভাংচুর চালায় অপর পক্ষের লোকজন। ঘটনাস্থলে একজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য এবং অন্যান্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় হাবিবুর রহমান সরকার ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫ / ২০ জনের নামে থানায় অভিযোগ করেছেন, যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।