মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত গাজীপুর জেলা প্রশাসক
আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারে নিহতের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভীন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান উপজেলা সমাজ সেবা অফিসার মোবারক হোসেন, অধ্যাপক এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী, বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান শুক্কুর, পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাওয়ালগড়ের ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল ও বাড়িয়ার ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব সহ প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে নবাগত জেলা প্রশাসক কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, শিক্ষার্থীদের বাইসাইকেল ও খেলনা সামগ্রী বিতরণ করেন এবং মাছের পোনা অবমুক্ত করেন।