মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিজাম উদ্দিন (৫৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আঙ্গুটিয়াচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন গাজীপুর সদর উপজেলার আঙ্গুটিয়াচালা হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় শ্রী মনোতোষ এর নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদে রাজমিস্ত্রি নিজাম উদ্দিন কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন জানান, নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।