মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় একটি হাসপাতালের ভুয়া ডাক্তারকে দুই মাসের কারাদণ্ড এবং দুই জনকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।
এ সময় ভাওয়াল মির্জাপুর এলাকার মুক্তিযোদ্ধা হাসপাতালের আব্দুল মোতালেব নামের একজন ভুয়া ডাক্তার কে দুই মাসের কারাদণ্ড ও হাসপাতালটির মালিক মেহেদি হাসানকে ৫ হাজার টাকা এবং মির্জাপুর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কাগজপত্র নবায়ন না থাকায় প্যাথলজি বিভাগের মিরাজ নামে একজন কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য অফিসার ডাক্তার ফারজানা ইসলাম, জয়দেবপুর থানা পুলিশসহ বিভিন্ন কর্মচারীরা।