মানিক মিয়া গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় ৫ শতাধীক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা এলাকার মাটির মসজিদের পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- ভুক্তভোগী পরিবারের সদস্যরা । বক্তব্যে বলেন, অর্ধশত বছর ধরে
এই রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের মানুষ চলাচল করে আসছে। হঠাৎ করে রাস্তার মধ্যে সীমানা প্রাচীর নির্মান করছে।এতে চলাচল সহ যানবাহন নিয়ে যাতায়াত কারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে।
তাই নিরুপায় হয়ে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
তাদের দাবী অবিলম্বে চলাচলের রাস্তাটি যাতে বন্ধ না হয়, সেইজন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা সহ ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।