এস.এম দুর্জয়:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সিকদার মাহমুদ মামুনের সঞ্চালনায় গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।শুক্রবার(১০ নভেম্বর)বিকেলে গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী উপস্থিতিতে গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও আঃআলিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম তালুকদার।প্রধান আলোচক হিসেবে ছিলেন,গাজীপুর জেলা তাঁতীলীগের আহবায়ক খন্দকার মোঃ সোহরাব হোসেন,বিশেষ আলোচক হিসেবে ছিলেন,গাজীপুর জেলা তাঁতীলীগের সদস্য সচিব প্রণয় কুমার দাস, কালিয়াকৈর তাঁতীলীগের সভাপতি মোঃআব্দুর রাজ্জাক সরকার।উক্ত ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃশহিদুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আনোয়ারুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো:মিজানুর রহমান বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,তাঁতীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।