মানিক মিয়া গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউ পি এলাকায় আয়েশা আক্তার রিতু (২০) নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় কফিল উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার রিতু ময়মনসিংহের গফরগাওঁ থানার খারুয়া গ্রামের জহিরুলের স্ত্রী। সে স্থানীয় কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে গোন্ডেন রিফিট গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকুরী করতেন।
উল্লেখ্য যে নিহতের মা আছমা বেগম ও একই বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান নিয়ে দির্ঘদিন যাবত বানিয়ারচাল এলাকায় থেকে চাকুরী করেন দু’জনেই। বছর খানিক আগে পারিবারিক দ্বন্দ্বের কারনে স্বামী ভাড়া বাসা ছেড়ে একাই চলে যায়। পরে চার বছরের ছেলে হোসাইন আলীকে নিয়ে একাই থাকতেন। সম্প্রতি নিহতের স্বামী এসে সন্তানকে নিয়ে চলে গেল মানুষীক ভাবে ভেঙ্গে পড়েন। এরই জের ধরে আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা জানান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, বানিয়ারচাল এলাকা থেকে একটি গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।