সাফিউল ইসলাম রকি
( নিজস্ব প্রতিনিধি ):
২৫শে আগস্ট ২০২৩ ইং রোজ শুক্রবার।
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই বাংলার এই আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঢাকা সেগুনবাগিচা,কচিকাঁচা ভবনে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারুণ্যের কবি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক, কবি ও গীতিকার ড.তপন বাগচী।বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি,গীতিকার ও সমাজসেবক মোঃ মোমেন মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ,অধ্যাপক সোহানুল ইসলাম সোহান,নাহিদ আফরোজ লিজা, আবুল কালাম আজাদ সহ আরো অনেক গুণী ব্যক্তিত্ব।
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সফল প্রতিষ্ঠাতা পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী, কবি, গীতিকার ও সুরকার সারোয়ার মাহিনের সভাপতিত্বে শতশত কবি সাহিত্যিকদের নিয়ে প্রত্যেক গীতিকারের পরিচয়ের মাধ্যমে গান গেয়ে সফলভাবে শেষ হয় এই ভিন্ন ধরনের অনুষ্ঠান।
কবি ও গীতিকার আলমগীর সাকিব ছোট বেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসেন এবং তাঁর লেখা বিভিন্ন পত্রিকা ছাপা সহ অনেক যৌথ কবিতা গ্রন্থ ও ২০১৮ তে একুশে বইমেলায় তার একক কবিতা গ্রন্থ “প্রদীপ জ্বলছি মানবে” প্রকাশ পায়।বইটি বিক্রি সহ প্রচুর পাঠক প্রিয়তা অর্জন করে।
কবি ও গীতিকার আলমগীর সাকিব লেখালেখিতে অবদান রাখায় বঙ্গভূমি সাহিত্য পদক,কাজিপুর সাহিত্য পদক সহ লন্ডনের “কলম একাডেমি লন্ডন” সাহিত্য পরিষদ থেকে পুরস্কার প্রাপ্ত হন।সাহিত্যে অবদান রাখার জন্য মাটির সুর সাহিত্য পরিষদ আয়োজিত প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেরা কবি ও গীতিকার পদক লাভ করেন।
এত সুন্দর ও নান্দনিক একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কবি ও গীতিকার আলমগীর সাকিব অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সফল প্রতিষ্ঠাতা পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী, কবি, গীতিকার ও সুরকার সারোয়ার মাহিন সহ অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি।