মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
কুমিল্লার চৌদ্দগ্রামে এক অজ্ঞাতনামা পুরুষ ৪৮ এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তথ্যটি নিচ্ছিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ওসি একেএম মনজরুল হক আকন্দ। জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার ১৩ নং জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘরিয়া নামক এলাকায় ময়নামতি ফিলিং ষ্টেশনের সামনে চট্রগ্রামমুখী সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মিয়াবাজার হাইওয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ওসি আরো জানান,অজ্ঞাতনামা পুরুষের একটি লাশ আমরা উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। লাশ এবং গাড়ির সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।