মোঃ খোরশেদ আলম ব্যুরো প্রধান :
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখ্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাহিদুর রহমান, সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহিনুর রহমান, সফল আত্মকর্মী মোঃ মোশারফ হোসেন, মোঃ ইব্রাহীম, আবুল খায়ের মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাইকার আবু বকর সিদ্দিক।