শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ষ্টেশন ছেড়ে ঢাকার দিকে রওনা হয় বলাকা এক্সপ্রেস ট্রেনটি। যাত্রার শুরুতেই বগির সাথে ইঞ্জিনের সংযোগ রক্ষাকারী বাফার স্প্রিং ভেঙ্গে ইঞ্জিন চলে যায় প্রায় ৩শ গজ পথ। পরে চালক বিষয়টি লক্ষ্য করে ইঞ্জিন থামায়। এ ঘটনা ঘটে সোমবার বিকাল সোয়া ৪ টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলষ্টেশনে।
শ্রীপুরে ষ্টেশনে কর্তব্যরত মাস্টার মোছা: শামীমা জাহান জানান, বিকাল সোয়া ৪ টার দিকে ঢাকাগামী ৫০ ডাউন বলাকা কমিউটার ট্রেনটি ষ্টেশন ছাড়ছিল। এ সময় বগির সাথে ইঞ্জিনের সংযোগ রক্ষাকারী বাফার স্প্রিং ভেঙ্গে যায়। বগি ছাড়া ইঞ্জিনটি প্রায় ৩০০ গজ দূরে চলে যায়। বিষয়টি জানতে পেরে চালক ইঞ্জিনের গতি নিয়ন্ত্রন করে। তিনি আরো জানান, ঢাকা থেকে ইঞ্জিন এসে ট্রেনটিকে ঢাকার দিকে নিয়ে যাবে।
ট্রেনের যাত্রীরা জানান, ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি শ্রীপুর ষ্টেশনে আটকা পড়ে প্রায় ৩ ঘন্টার বেশি সময় তারা ষ্টেশনে অবস্থান করলেও ঢাকা থেকে ইঞ্জিন এসে পৌছায়নি। এতে করে ট্রেনের শতশত যাত্রী অবর্ননীয় দূর্ভোগে পড়ে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারকারী ইঞ্জিন ঢাকা থেকে এসে পৌছায়নি।