রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
রামপালে স্কুল পড়ুয়া কিশোরীকে গণধর্ষণ, আটক ২ রামপালে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালিত প্রিয় শিক্ষাঙ্গন- পকম্বা ফাড়াবাড়ি দারুস সুন্নাহ্ ক্বওমী মাদরাসা শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি গঠন কাপাসিয়ায় কৃষকলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন রামপালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বরগুনার তালতলীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিক পরিবারের চৌদ্দগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের মেডিকেল টিম,, সফলভাবে সম্পূর্ণ করল,, ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা মহিলার দুটি অস্ত্রোপচারে করে এলাকায় বাসী মোস্তফা আল মাহমুদ এমপি হিসাবে দেখতে চায় ভালুকায় কৃষকলীগের প্রস্তুতি সভা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার পটিয়ায় চিকন খলিফা মাদ্রাসায় মা সমাবেশে  মানুষের ভালবাসাই আমার সম্পদ-কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুর শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন রূপগঞ্জে সুমন হত্যার মামলায় ৩ যুবক গ্রেপ্তার ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার “আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স নাহার অটো এন্ড সার্ভিসিংয়ের উদ্বোধন করলেন নঈম হাসান জোয়ার্দ্দার “ আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেন শনার্স সমিতির,, আহবানে সাতদফা দাবীতে,, সমাবেশ ও মুখ্য সচিবের নিকট ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেসের ডাকে ,, কলকাতা কর্পোরেশন ঘেরাও ও অভিযান নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পটিয়ায় টেম্পু সমিতির উদ্যোগে জশনে জুলুছ নাটোরের সিংড়ায় নসিমন মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি:

” ণিখোঁজ মুক্তা মনি কে উদ্ধার করে ফিরিয়ে দিল মহিপুর থানা পুলিশ “

আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
বাড়ি থেকে রাগ করে যাওয়া মুক্তা মনি (১২) পিতা-মোঃ ফোরকান চৌকিদার, মাতা-মোসাঃ ময়না বেগম, সাং-ইউসুফপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী মহিপুর থানাধীন বিপিনপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

গত ২১-০১-২০২২ খ্রিঃ তারিখ রাত ০৭.৩০ ঘটিকায় তার সৎ মায়ের সাথে অভিমান করে পরিবারের কাউকে কিছু না জানিয়ে কোন এক অজ্ঞাতস্থানে চলিয়া যায়। পরিবার তার কিশোরী কন্যাকে আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। মুক্তা মনি (১২) এর বাবা তার আদরের নিখোঁজ হওয়া মেয়েকে খুঁজে পেতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় এর শরনাপন্ন হয়। অফিসার ইনচার্জ মহোদয় মুক্তা মনি এর বাবা মোঃ ফোরকান চৌকিদার’কে তার আদরের মেয়েকে কোলে ফিরিয়ে দিতে আশ্বাস দেয় এবং মুক্তা মনি (১২)’কে উদ্ধারের জন্য মহিপুর থানা এলাকা সহ পার্শ্ববর্তী সকল থানায় ছবি প্রেরণ করে সার্বক্ষনিক যোগাযোগ করেন। তৎপ্রেক্ষিতে মহিপুর থানার এসআই (নিঃ) আঃ মান্নান ফকির এর নেতৃত্বে একটি টিম গত ২৬-০১-২০২২ খ্রিঃ তারিখ মুক্তা মনি (১২)’কে উদ্ধার করে নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে নিয়ে আসেন।

অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় শিশুর বাবা মোঃ ফোরকান চৌকিদার এর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে থানায় আসার আমন্ত্রন দেন এবং তার আদরের মেয়ে মুক্তা মনি (১২) মহিপুর থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে মহিলা পুলিশের তত্ত্বাবধায়নে রয়েছে মর্মে জানান। অফিসার ইনচার্জ মহোদয়ের ফোন কলে মুক্তা মনি (১২) এর পরিবার পাহাড় সমান দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। মুক্তা মনি (১২) এর বাবা মোঃ ফোরকান চৌকিদার থানায় এসে তার মেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মহিপুর থানার সাধারন ডায়েরী নং-১০৩৪, তাং-২৬-০১-২০২২ খ্রিঃ মূলে রাত ২৩.৪০ ঘটিকায় তার মেয়েকে নিজ জিম্মায় গ্রহণ করেন। জনৈক মোঃ ফোরকান চৌকিদার তার মেয়েকে সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে পেয়ে মহিপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় মুক্তা মনিককে তার বাবার জিম্মায় প্রদানকালীন সময়ে সন্তানদের সাথে বন্ধু সুলভ আচারন করার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page