আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
বাড়ি থেকে রাগ করে যাওয়া মুক্তা মনি (১২) পিতা-মোঃ ফোরকান চৌকিদার, মাতা-মোসাঃ ময়না বেগম, সাং-ইউসুফপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী মহিপুর থানাধীন বিপিনপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
গত ২১-০১-২০২২ খ্রিঃ তারিখ রাত ০৭.৩০ ঘটিকায় তার সৎ মায়ের সাথে অভিমান করে পরিবারের কাউকে কিছু না জানিয়ে কোন এক অজ্ঞাতস্থানে চলিয়া যায়। পরিবার তার কিশোরী কন্যাকে আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। মুক্তা মনি (১২) এর বাবা তার আদরের নিখোঁজ হওয়া মেয়েকে খুঁজে পেতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় এর শরনাপন্ন হয়। অফিসার ইনচার্জ মহোদয় মুক্তা মনি এর বাবা মোঃ ফোরকান চৌকিদার’কে তার আদরের মেয়েকে কোলে ফিরিয়ে দিতে আশ্বাস দেয় এবং মুক্তা মনি (১২)’কে উদ্ধারের জন্য মহিপুর থানা এলাকা সহ পার্শ্ববর্তী সকল থানায় ছবি প্রেরণ করে সার্বক্ষনিক যোগাযোগ করেন। তৎপ্রেক্ষিতে মহিপুর থানার এসআই (নিঃ) আঃ মান্নান ফকির এর নেতৃত্বে একটি টিম গত ২৬-০১-২০২২ খ্রিঃ তারিখ মুক্তা মনি (১২)’কে উদ্ধার করে নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে নিয়ে আসেন।
অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় শিশুর বাবা মোঃ ফোরকান চৌকিদার এর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে থানায় আসার আমন্ত্রন দেন এবং তার আদরের মেয়ে মুক্তা মনি (১২) মহিপুর থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে মহিলা পুলিশের তত্ত্বাবধায়নে রয়েছে মর্মে জানান। অফিসার ইনচার্জ মহোদয়ের ফোন কলে মুক্তা মনি (১২) এর পরিবার পাহাড় সমান দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। মুক্তা মনি (১২) এর বাবা মোঃ ফোরকান চৌকিদার থানায় এসে তার মেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মহিপুর থানার সাধারন ডায়েরী নং-১০৩৪, তাং-২৬-০১-২০২২ খ্রিঃ মূলে রাত ২৩.৪০ ঘটিকায় তার মেয়েকে নিজ জিম্মায় গ্রহণ করেন। জনৈক মোঃ ফোরকান চৌকিদার তার মেয়েকে সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে পেয়ে মহিপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয় মুক্তা মনিককে তার বাবার জিম্মায় প্রদানকালীন সময়ে সন্তানদের সাথে বন্ধু সুলভ আচারন করার জন্য অনুরোধ করেন।