বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline :
নড়াইলে বসৎ ঘরে আগুন লেগে ঘরের আসবাসপত্রসহ লক্ষাদিক টাকা ও মূল্যবান কাগজপত্র পুড়ে সর্বসান্ত মিন্টু শেখ রূপগঞ্জে জাপা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ফরম জমাদান সম্পন্ন চতুর্থ বারের মতো নৌকার মাঝি হওয়ায় ফরিদুল হক খান এমপিকে ফুল দিয়ে বরণ মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানালেন-সিটি মেয়র খালেক কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক নীলফামারীতে পুত্রের হাতে পিতা খুন সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু শম্ভু’র আগমনে আমতলীতে বিশাল শোডাউন কাপাসিয়ায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত গাজীপুরে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় শ্রমিক মৃত্যুর অভিযোগ কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা বাগেরহাট-৩ আসনে আবারও নৌকার মাঝি হলেন হাবিবুন নাহার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাস উৎসব পালিত নাটোরে ৪টি আসনে পুনরায় নৌকার মাঝি হলেন পলক, শিমুল, বকুল, পাটোয়ারি নওগাঁ-৪ (মান্দা ৪৯ ) আসনে নতুন নৌকার মাঝি আইজিপির বিশেষ পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার ৮ পুলিশ বরগুনা-১ এ আওয়ামী লীগের মনোননয়ন পেলেন এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গাজীপুর সদরে এইচএসসি পরীক্ষায় পাশ না করায় শিক্ষার্থীর আত্মহত্যা রামপালে মাদকদ্রব্য পাচারকালে আটক ১ সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ,, ১৮ তম ন্যাশনাল লেভেল চিত্র প্রদর্শনী।। পটিয়া গুলশান রেস্তোঁরা থেকে ইয়াবা সহ আটক ৩ ১লা ডিসেম্বর নিস’চা ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত বাঁচাতে চায় কামরুজ্জামান তাকে বাঁচাতে সকল এর সহায়তা প্রয়োজন হাজী নুরুল ইসলাম মডেল একাডেমীতে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিভিন্ন ঘাটে‌ পালিত হল শ্রীকৃষ্ণর পূজা, ও রাসলীলা উৎসব হাজী আব্দুল গনি মডেল একাডেমীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গাজীপুরে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক কে জেল হাজতে প্রেরণ, নওগাঁয় তিন থানার সীমান্তে ফকিন্নি নদীর তীরে এক যুবকের লাশ উদ্ধার গাজীপুর-৫(কালীগঞ্জ)আসনে জাসদ থেকে মনোনয়ন ফরম কিনলেন তরিকুল ইসলাম আকন্দ লিটন
নিয়োগ বিজ্ঞপ্তি:

তালতলীতে সুফল প্রকল্পের অনিয়মের অভিযোগ

কামরুল হাসান সায়মন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের বিভিন্ন কাজের অনিয়মের অভিযোগ উঠেছে রেঞ্চ মনিরুল ইসলাম ও বিট কর্মকর্তার ফজলুল হকের বিরুদ্ধে। স্থানীয় ১১টি ভিসিএফ সমিতির হাতে দায়িত্ব ও ক্ষমতা দেওয়া থাকলেও তা বাস্তবে নেই। এই রেঞ্চ ও বিট কর্মকর্তার সেচ্ছাচারিতায় মুখ থুবরে পড়েছে সরকারে এই প্রকল্প।

জানা যায়, গত ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সংরক্ষিত বন এলাকা বড়বগী,সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প দেয় বন বিভাগ। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ঘর ভাড়া নিয়ে ঐ তিনটি ইউনিয়নে ১১ টি ভিসিএফ সমিতি করা হয়। সেখানে ঘর ভাড়া মাসে ২৫’শ টাকা চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী ঘর ভাড়ার টাকা দেওয়া হয়নি। এই সমিতিতে সঞ্চয় ও ঋণ পরিচালনা করার জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে এক জন ক্যাশিয়ার (বুক কিপার) নিয়োগ দেওয়া হলেও সেই সম্মানী ভাতার টাকা দেওয়া হয়নি। ঐ এলাকার বন নির্ভরশীল মানুষকে সচেতন করার জন্য প্রশিক্ষন দেওয়ার কথা থাকলেও নামে মাত্র প্রশিক্ষন দেওয়া হয়েছে। বনকে সুরক্ষা করার জন্য স্থানীয়দের সম্মানী ভাতার মাধ্যমে প্রহরী নিয়োগ করে থাকলেও তাদের কোনো ধরনের সম্মানী ভাতা দেওয়া হয়নি। এছাড়া টেকসই বন ও জীবিকা(সুফল) প্রকল্পের ১১টির ভিসিএফ সমিতির অন্যান্য প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়ন করছে না তারা। এই সব অভিযোগের উপজেলা রেঞ্চ কর্মকর্তা মনিরুল ইসলাম ও নিশানবাড়িয়া বিট কর্মকর্তা একে এম ফজলুল হক।

সংশ্লিষ্ট ভিসিএফ কমিটির সওদাগার পাড়ার সভাপতি মনোয়ার হোসেন মীর,কবিরাজপাড়ার সভাপতি মি.মংথিন জো ও নামেশেপাড়ার সভাপতি মি.মংচিন থান বলেন,রেঞ্চ ও বিট কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতি কারণে সরকারের এই প্রকল্পটি মুখ থুবরে পড়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী আমাদের হাতে ক্ষমতা দেওয়া থাকলেও তারা কোনো ক্ষমতাই দেয়নি। সমিতির টাকা ব্যাংক থেকে উঠানোর জন্য চেকে স্বাক্ষর নিয়ে যায়। সেই টাকা কি করে কোথায় খরচ করে তাও আমাদের জানায় না। এর প্রতিবাদ করতে গেলে আমাদের সবাইকে হুমকি দেয়।

কবিরাজপাড়া সমিতির ক্যাশিয়ার(বুক কিপার) রিপা বলেন, আমি বুক কিপার হিসেবে আমি দুই বছর যাবৎ কাজ করে আসছি। গত তিন মাস আগে আমারদের জন্য মাসে ৫ হাজার টাকা করে সম্মানী দেওয়ার বরাদ্দ হয়। তবে আমাদের তিন মাসের ১৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও মাত্র ৫ হাজার টাকা দিয়ে তিন মাসেইর স্বাক্ষর নিয়ে যায়। তখন বলেন বাকি দুই মাসের টাকা বিভিন্ন অফিস খরচ বলে আমাদের পাঠিয়ে দেয়। ১১টি সমিটির ১১ জন বুক কিপারের টাকাই রেখে দিয়েছেন রেঞ্চ ও বিট কর্মকর্তা। এমন অভিযোগ এই ১১টি সমিটির সকল বুক কিপারের।

এবিষয়ে তালতলী রেঞ্চ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন আমি কিছু জানি না। এটা ঐ সমিতির লোকজনের নামে ব্যাংকে টাকা আসে তারাই ভালো জানে। আমরা শুধু এই প্রকল্পের তরারকি করি।

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,এবিষয়ে যদি কেউ অভিযোগ করেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page