নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়ায় ২১ সদস্য বিশিষ্ট তরুণ উদ্দ্যোক্তা ফাউন্ডেশনের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে জিলানী রেস্টুরেন্টে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে উপস্থিত আলোচনা সভার শেষে এ কমিটি ঘোষণা করা হয়।এতে মুহাম্মদ সাইফুদ্দীনকে সভাপতি, মুহাম্মদ এমদাদুল হককে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হোসাইনকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে তুলে ধরেন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দীন বলেন।তরুণ উদ্দ্যোক্তাদের সময় সাময়িক বিভিন্ন অসুবিধাকে চিহিৃত করে তাদের সহযোগিতা দেয়ার লক্ষ্যে অত্র ফাউন্ডেশনের
আত্মাপ্রকাশ বলে সংগঠন পক্ষ থেকে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানান।