পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়ায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল ১৩ নভেম্বর সকাল ১০ টায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ইনটি বিভাগের সহকারি অধ্যাপক ডা: নুুরুল করিম, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো: ফেরদৌস আনোয়ার, সহকারি পরিচালক জাহানারা ইয়াছমিন, শিক্ষক এ,টি,এম, তোহা । প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য এম খোরশেদ গনি, তৌফিক ইবনে সালাম, নাছির উদ্দিন, রাশেদ হোসেন খাদেমী, শফিউল আকতার চৌধুরী, হাসিনা আকতার, সহকারি প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক শাহনাজ আকতার।
প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে শব্দ ও পরিবেশ দূষনের উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করা হয়। প্রশিক্ষনে বিদ্যালয়ের ছাত্রদের শব্দ দূষনের কারণ, ক্ষতিকর প্রভাব ও এর থেকে উত্তরণের উপায় অবহিত করা হয়। প্রতিবছর শব্দ দূষনের কারণে সারাদেশে ১০ ভাগ লোক আক্রান্ত হচ্ছে বলে এই থেকে নিজেদের সুরক্ষার জন্য ছাত্রদের সচেতন হওয়ার আহবান জানান অতিথিবৃন্দ।
উল্লেখ্য ২০০৬ সালে শব্দ দূষণ আইন অনুযায়ী জনবহুল এলাকায় সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ভারী যন্ত্রপাতি ব্যবহারের নিষেধ রয়েছে। কেউ এই আইন ভঙ্গ করলে জেল জরিমানার বিধান রয়েছে। তাছাড়া হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশ পাশে হাইড্রোলিক হর্ণ বাজানো নিষেধ রয়েছে।