রা শে দ রে হ মা ন:
আজও ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে তোমার আদর একাকার,
হার গৌর শিরা-উপশিরা রক্তকণিকা মাড়িয়ে অস্তিত্বে মিলেমিশে নিরন্তর।
পরিপাটি বেসাতি আলোকময় ঘর- উন্নত মম বসতি,
মাছরাঙ্গার ডানাঝাপটানো, পানকৌড়ির অবাধ ডুবসাঁতার,
বাবুইপাখির মনন শিল্পের শৈল্পিক স্বপ্ন বুনন।
উড়নমেঘ দক্ষিণা হাওয়ায় “জয়বাংলা’ খেলে যায় পালে,
এ আমার পিতৃপুরুষের “স্বপ্ন সোনার বাংলা ‘
যাঁর প্রেরণা তুমি বঙ্গজননী মা।
সাহসালি উদরে যে রৌদ্রের করেছিলে চাষ
প্রজন্মান্তর জ্বলজ্বল করে জ্বলবে বারোমাস।