নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ মণিরামপুর শাখার উদ্যোগে মহামারি (কোভিড-১৯) করোনা ভাইরাস থেকে সুরতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা এ সচেতনতা মুলক প্রচার ও মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরব সাহা, সাংগঠনিক সম্পাদক অভি হাসান, অর্থ সম্পাদক সাম্য, সদস্য সাকিব রেজা, অনিক, শরিফ, বনি, ফজলু, ফিরোজ, রেজওয়ান, কায়ুম, সাকিব, নাহিদ, তানভির, বুরহান, তীর্থ, রিকি, দিয়া ইসলাম, তীথি দাস, মুন্নি, তৃষা প্রমুখ