মানিক মিয়া গাজীপুর :
গাজীপুর সদর উপজেলায় বিশিষ্ট শিক্ষাবিধ, বহু-শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও আবাবীল একাডেমীর প্রধান উপদেষ্ঠা মরহুম আবুল কাশেম মাষ্টারের ১ম মৃত্যু বার্ষিকী স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
আবাবীল একাডেমীর শিক্ষা পরিবারের পক্ষে প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আজিজুল হক ও আবাবীল একাডেমির প্রধান উপদেষ্ঠা, হারুন অর রশীদ বি,এস সি
এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে বানিয়ারচালা মেম্বার বাড়ি আবাবীল একাডেমীরতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুম আবুল কাশেম মাষ্টারের কবর জিয়ারত করেন।
এসময় আবাবীল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আজিজুল হক মরহুমের বিদেহী আত্মার মাফফেরাত কামনা করে
বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মরহুমের বড় ছেলে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ হারুন বিএসসি সহ তারা তিন ভাই। আরে উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
প্রসঙ্গত, গত১৫/৫/২০২১ইং সালের এই দিনে আনুমানিক
৭০ বছর বয়সে মরহুম আবুল কাশেম মাষ্টার ইন্তেকাল করেন।