মোঃ সাফিউল ইসলাম রকি
মান্দা উপজেলা প্রতিনিধি:
মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক।প্রথম স্থানে থাকা এক অনন্য সাধারন ব্যক্তিত্ব।তাঁর জীবনে যত প্রথম অর্জন।
১/নওগাঁ সরকারি কলেজের ভর্তিকৃত ১ম ছাত্র।
২/নওগাঁ সরকারি কলেজ ছাত্র সংসদের ১ম ভি.পি
৩/নওগাঁ মহকুমা ছাত্রলীগের ১ম সভাপতি ৪/
নৌকা প্রতিক নিয়ে মান্দায় প্রথম এম.পি ভোট করেন
৫/নওগাঁ জেলায় প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব
৬/নওগাঁ জেলার প্রথম কেবিনেট মন্ত্রী
৭/মান্দা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্পর্শ পাওয়া প্রথম ব্যক্তিত্ব। ৷ এই অনন্য অর্জন গুলো শুধুই তাঁর।