এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
১২ জুলাই ২০২১ সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে যশোরের শার্শা উপজেলার টেংরাইল জামতলা মোড়ে তাসলিমা কিন্ডার গার্ডেন স্কুলের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ মোঃ আনিসুর রহমান (২২), নামে ১ জন মাদক ব্যবসায়ী যুবককে আটক করেন, যশোর র্যাব-৬ এর সদস্যরা। আটককৃত মোঃ আনিসুর রহমানের, নিকট থেকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, শার্শা উপজেলার টেংরাইল জামতলা গ্রামের মোঃ আঃ মজিদের ছেলে বলে এলাকাবাসী থেকে জানা যায়।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসনাত খান, আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটক মোঃ আনিসুর রহমান, ওই এলাকার ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। ১২ জুলাই সোমবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মোঃ আনিসুর রহমান শার্শা উপজেলার টেংরাইল জামতলার ১ টি বেসরকারি স্কুলের সামনে বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছেন। এ সময়ে র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার, লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোঃ আনিসুর রহমানকে, হাতেনাতে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আজ সন্ধ্যায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।