মতিন গাজী(স্টাফ রিপোর্টার):
যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৮মে (বৃহস্পতিবার) “তানজিমুল উম্মাহ হিফয মাদ্রাসার” যশোর শাখার উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।তানজিমুল উম্মাহ হিফয মাদ্রাসার চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী
বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজের প্রফেসর হাফেজ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২৫ জনকে পুরষ্কৃত করা হয় এবং ২৫০ জন শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা যশোরের পরিচালক আজমল হোসাইন, খুলনা খুলনা তানজিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক আব্দুল মোমিন, যশোর দারুল আকরাম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান সহ প্রমুখ।