এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার রাত ১ টার দিকে যশোর কোতয়ালী থানাধীন বেজপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ রাজ হোসেন (১৯), নামে এক ব্যক্তিকে আটক করেছেন, কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা। আটককৃত রাজ হোসেন, যশোর বেজ পাড়ায় বসবাস করেন, তার রান্না ঘরের ভেতর থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেন। যশোরে সোহানুজ্জামান সাগর হত্যা কাণ্ড চেষ্টার অন্যতম আসামী আলী রাজ বিশ্বাস অপূর্ব ওরফে (মন্টু) আগ্নেয়াস্ত্র, গুলি, বার্মিজ চাকু ও চাইনিজ কুড়ালসহ আটক হয়েছে। আটক রাজ বেজপাড়া এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
কোতয়ালী মডেল থানার পুলিশের পক্ষ থেকে জানা যায়, আটক আলী রাজ বিশ্বাস অপূর্ব ওরফে মন্টুসহ একদল সন্ত্রাসী নিয়ে ২০ আগস্ট সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে যশোর প্যারিস রোডে সোহানুজ্জামান সাগর চাকু দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সর্বপ্রথমে চিকিৎসার জন্যে ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার বেগতিক হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসানুজ্জামান সাগর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় পরের দিন কোতয়ালী মডেল থানায় একটা নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম, রাজিব মামলার তদন্ত কালীন তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামীর অবস্থান শনাক্ত করেন। এরপর অভিযান চালিয়ে গতকাল রাতে ১ টার দিকে তাকে আটক করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে অস্ত্র, গুলি, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার, ক- সার্কেল বেলাল হোসাইন, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, আটক আলী রাজ বিশ্বাস অপূর্ব ওরফে মন্টু ওই এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী। সে সোহানুজ্জামান সাগর হত্যা কাণ্ড চেষ্টার প্রধান আসামী। মঙ্গলবার রাতে বেজপাড়া এলাকায় যশোর কোতয়ালী থানা পুলিশের চৌকস দলের সদস্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম, এসআই শংকর কুমার, এসআই ফজলুর রহমান, এএসআই আল মিরাজ খান, অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাজের রান্না ঘরে তল্লাশি করে একটি অস্ত্র, গুলি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। আজ দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।