মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৯ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ওয়াসিউল আলম সনেট(৩৯), মোঃ সোহাগ হোসেন মেরাজুল(২৫), মোঃ একেএম জোবায়ের(৫০), মোঃ রকি(৪০), মোঃ আব্দুল আহাদ ঝন্টু(৪৫), মোঃ হাসিবুল হাসান ডিউক(৪৮), মোঃ জাকির হোসেন(৪০), মোঃ আরাফাত আলী(৩০) ও মোঃ স্বপন রানা(৩৩)।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর ২০২১ রাত ১০.১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোঃ মোঃ আমিনুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি মোড়ে এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।