মো. ফরহাদ মিয়াঃ
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস আই (নিঃ) রফিকুল ইসলাম পুলিশ অফিসারদ্বয় জেলার গোয়েন্দ শাখায় কর্মরত থাকাকালীন তার বিভিন্ন সময়ে মাদক,সন্ত্রস,জঙ্গী এবং অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করেন। রফিকুল ইসলাম সাহস ও বীরত্ব এবং সেবায় অনন্য নজির স্থাপনের জন্য বাংলাদেশ পুলিশ এসআই (নিঃ) রফিকুল ইসলামকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা” পদক ভূষিত করা হয়েছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০২২’-এর উদ্ধোধন অনুষ্ঠানে এসআই রফিকুল ইসলামকে (বিপিএম) সেবা’ পদক পরিয়ে দেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।