রাজু আহম্মেদ।।
মানুষ মানুষের জন্য, মানবতার সেবাই আমরা” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনায় মৃত ও ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিলুফা ওন্ড কেয়ার সেন্টার সার্ভিস অডিটোরিয়ামে এ অর্থ বিতরণ করা হয়।
দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান ও নিলুফা ওন্ড কেয়ার সেন্টার সার্ভিসের পরিচালক রাকিবুল হাসান সোহাগসহ অন্যরা।
ভার্চুয়ালী যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও উপদেষ্টা মনির আহমেদ পরাগ।
অনুষ্ঠানে উপজেলার ৪৭টি পরিবারের মধ্যে মৃত ৫ জনের পরিবারকে ৭ হাজার করে ও দুস্থ ৪২ জনের পরিবারকে ২ হাজার টাকা করে দেয়া হয়।