মানিক মিয়া গাজীপুর ::
গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত উপজেলার মাধখলা পূর্বপাড়া এলাকায় দর্শক-শ্রোতাদের বাউল গানে মাতিয়ে রাখেন শিল্পীরা।
আসরে বেতার ও স্থানীয় বিভিন্ন বাউল শিল্পী গান পরিবেশন করেন। গ্রামবাংলার চিরচেনা ঢোল তবলার তালের ঝংকারে সুরের মুর্ছনায় মেতে ওঠে বাউল সংগীতের আসর।
আসরে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পদক মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী বদরুল আলম। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফসার উদ্দিন।
শ্রীপুর ৫নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি আঃ হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আহসান উল্লাহ, সুবুর খান, অবসরপ্রাপ্ত পুলিশ জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মিয়া, আওয়ামীলীগ নেতা কাজল সরকার, রহিম মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, দেশীয় সাংস্কৃতির বাউল চর্চা বিকাশের লক্ষ্যে প্রতি বছর জিয়াউর রহমানে সার্বিক সহযোগীতায় এ গানের আয়োজন করে স্থানীয় একটি যুবক সংগঠন।
এ ছাড়াও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অত্র এলাকার যুব সমাজ কে উৎসাহিত করে বিশেষ আলোচনা করা হয়।