মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার:
প্রবীণ ও নবীনের সমন্বয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তা
শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে সাধারণসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে আগামী এক বছরের জন্য (২০২৪-২০২৫) মেয়াদে শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রতিষ্ঠাতা/সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সম্পাদক
মণ্ডলী এবং ৬ কার্যনির্বাহী সদস্য গঠন করা হয়। অবশেষে সকল
সদস্যদের মতামতের ভিত্তিতে কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত হলেন
মোঃ এনামুল হক,(দৈনিক শেষ সংবাদ) প্রতিষ্ঠাতা/সভাপতি এবং
মোঃ কবির হোসেন, (দৈনিক উন্নয়নের বাংলাদেশ)সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহসভাপতি শেখ সেলিম রেজা
(দৈনিক সংগ্রাম প্রতিদিন) সহসভাপতি, মোঃ সামসউদ্দিন বাবর( দৈনিক পৃর্বভাস) সাধারণ
সম্পাদক মোঃ কবির হোসেন ( দৈনিক উন্নয়নের বাংলাদেশ)
যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক জাগো প্রতিদিন) যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) সাংগঠনিক সম্পাদক সোহাগ হাসান সোহেল প্রধান
(দৈনিক বাংলাদেশ সমাচার) সহঃ সাংগঠনিক সম্পাঃ মোঃ হজরুল ভূইয়া( দৈনিক আজকের আলো কিত সকাল)
কোষাধাক্ষ্য,মোঃ নুরুল ইসলাম
( দৈনিক অগ্নি শিখা) দপ্তর সম্পাঃ
,রেজাউল করিম হীরা( দৈনিক স্বাধীন টাইম) প্রচার সম্পাদক
,মোঃ আলমগীর ইসলাম (দৈনিক শিরোমনি) সাংস্কৃতি বিষঃসম্পাঃ
আল আমিন (দৈনিক দেশ প্রতিদিন) আইন বিষয়ক সম্পাঃ মোঃ জাকির মড়ল (দৈনিক প্রতিদিনের কাগজ) মহিলা বিষয়ক সম্পাদক রুশিয়া আক্তার রুবী (বাংলা টিভি ৭১)
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহমেদ ( দেশ টিভি বাংলা)
,কার্য নির্বাহী সদস্য,শেখ জসিম
(দৈনিক স্বাধীন সংবাদ)সদস্য,মোঃ শফিকুল ইসলাম,(এশিয়ান টিভি)
সদস্য,মোঃ রুহুল আমিন সূজন
(দৈনিক প্রতিদিনের কাগজ)সদস্য
,রাকিবুল হাসান আহাদ(দৈনিক লাল সবুজের দেশ)সদস্য,আলমগীর হোসেন, (দৈনিক ঢাকার ডাক),সদস্য
আবু সাঈদ,(দৈনিক আজকের বসুন্ধরা)
প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনিসুল রহমান, মেয়র শ্রীপুর পৌরসভা,নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।