রিপোর্টার,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়;
আজ বিকেল তিনটে ত্রিশে । সুবোধ মল্লিক কোয়ারি জমায়েত হয়ে এক বিশাল পদযাত্রা করলেন ধর্মতলা পর্যন্ত।, রামনবমীর শোভাযাত্রায় উপর বর্বর আক্রমণের প্রতিবাদে, দলনির্বিশেষে এই পদ যাত্রায় অংশগ্রহণ করেন, তারা বলেন যেভাবে হিন্দু ধর্মীয় সমাজের উপরে অত্যাচার ও আক্রমণ করেছে আমরা তার তীব্র ধিক্কার জানাই ,অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, তারা বলেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী নয় সরকারি মানসিকতার বিরোধী,,, অন্যায় ভাবে রামভক্তদের গ্রেপ্তার করা হলো কেন প্রশাসন অবিলম্বে জবাব দিক,,,,,, হিন্দু ধর্মীয় আচরণে স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ কেন প্রশাসন জবাব দিক,,,, সন্ত্রাসকারীদের কোন ধর্ম হয় না এরা অপরাধী এদের শাস্তি দিতে হবে।।। যতদিন না দোষীদের শাস্তি দেওয়া হবে সারাদেশে এইভাবে আন্দোলন চলছে চলবে। ধর্ম যে যার নিজের, ধর্মকে নিয়ে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করার কারণ কি, কেন এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হলো না অবিলম্বে জবাব চাই।,,, প্রায় ৩০০ মত সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন ও পায়ে পা মেলান,,…….।