বিএনপির ডাকা দুই দিনের হরতালের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে এক বিশাল মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের ১ নম্বর সি এম্ভবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মশাল মিছিল করেন । মিছিলে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নেন।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান মশাল মিছিলে নেতৃত্ব দেন।
মশাল মিছিলে আরো অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক সারোয়ার হোসেন শেখ ও সদস্য সচিব মাইদুর রহমান খান সজীব ,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিবুল আলম ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম গাজীপুর জেলা ছাএদলে সিঃ যুগ্ন আহব্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল ও ছাএ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘আগামীকাল রোববার সকাল থেকে ৪৮ ঘন্টার জন্য দুই দিনব্যাপী হরতালের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। আন্দোলনকে জোড়ালো করতে নেতা-কর্মীরা ও উপস্থিত হয়েছে।
এ সময় মশাল মিছিল কারিরা পুলিশের উপস্থিত দেখতে পেয়ে মহাসড়ক ছেড়ে দেয় ।