জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী সহ ১৫ আগস্টে মর্মান্তিক হত্যাকাণ্ডের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায়
আজ রবিবার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর স্টেশনের হাটের ভিতর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও খাবার বিতরণ এর আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলি স্বপন,ও সঞ্চালনা করেন হাউলি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম মিফতাহ, মিলাদ পড়ান মৌলানা আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন,শহিদুল গুরু, যুবলীগ নেতা, মানুয়ার,মামুন, আখতার,মজনু, আজিত,পিরবকশ,তুতা, জাহাঙ্গীর, রিপন, শাহাজাহান, জাহাঙ্গীর সর্দার,ররফিকুল ইসলাম অপু,জামসেদ ও ছাত্রলীগ কর্মী ইয়াছিন, মুজাহিদ, সমন ফকির প্রমুখ।