মতিন গাজী(স্টাফ রিপোর্টার):
যশোরের অভয়নগরে টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়ি, মাদক বিক্রির দায়ে ৪ মাদক বিক্রেতা ও ওয়ারেন্টভুক্ত পলাতক ২ জন আসামিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একশ গ্রাম গাঁজা। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার (৫ জুলাই) দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, টাকার বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে উপজেলার সিরাজকাঠি গ্রামের ইশারুল হকের ছেলে আরিফ হক (২৯), একই গ্রামের তবিবুর রহমানের ছেলে ইসরাইল হোসেন (১৯), মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুর রহিম (৬০) ও শহিদুল ইসলাম মোল্যার ছেলে মহাসিন মোল্যাকে (৪০) আটক করা হয়। এছাড়া মাদক বিক্রির দায়ে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়ার মহাসিন মোল্যার ছেলে মেহেদী হাসান সাজু (২৯), নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গুয়াখোলা গ্রামের রাজা মোল্যার ছেলে মামুন মোল্যা ওরফে মজিদ মোল্যা (৪৫), নওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে নর্থবেঙ্গল এলাকার মৃত আব্দুল হক কবিরাজের ছেলে মিরাজুল ইসলাম মিরাজ (৩১) ও উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের পূর্বপাড়া এলাকার গফুর শেখের ছেলে শফিকুল শেখকে (২৮) আটক করা হয়। এদের তাছ থেকে উদ্ধার করা হয় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একশ গ্রাম গাঁজা।
একই রাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার ধুলগ্রামের সাহেব আলী শেখের ছেলে রুবেল শেখ ও সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে মৃদুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় ।
তিনি আরও জানান, আটক ৪ জুয়াড়ি ও ৪ মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক ১০ জনকে বুধবার দুপুরে যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।