মোঃ রাজা মিয়া সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গত ২৪/০১/২০২২ ইং তারিখে মোছাঃ বিজলী বেগম (৩৩) পিতাঃ মৃত আলফাজ উদ্দিন মহল্লাঃ কলেজপাড়া ০৮নং ওয়ার্ড সুন্দরগঞ্জ পৌরসভা, জেলাঃ গাইবান্ধা নিজ বাসা হতে কাউকে কিছু না জানিয়ে সন্ধ্যার সময় বাড়ি হতে চলে গেছে। তার বিগত কয়েক বছর যাবৎ মাথার সমস্যা (পাগলী)। তিনি সবার সাথেই ভালোভাবে কথা বলতে সক্ষম। সর্বশেষ তাকে ধাপ মেডিকেল মোড় রংপুরে দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে। তার পরনে গোলাপী জামা ও পায়ে জুতা ছিলো না। যদি কেউ তার দেখা পান তবে দয়া করে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে বলা হলো। যোগাযোগঃ 01747549213
অথবা উপরে দেওয়া ঠিকানায় জানানোর জন্য বিশেষ ভাবে বলা হলো।