
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর ৩ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ) এর ছোট ভাই গোলাম সাব্বীর আলী (পাশা) রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) মাগরিবের নামাজের পরবর্তী সময় রাজেন্দ্রপুর রেলগেট সংলগ্ন বিএনপি’র আঞ্চলিক অফিসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২৭ শে অক্টোবর (সোমবার) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ঢাকার গুলশান অফিসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করেন।এই আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে গাজীপুর থেকে এডভোকেট গোলাম সাব্বির আলী (পারভেজ) এর ছোট ভাই গোলাম শাব্বীর আলী (পাশা) সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।বর্তমানে গোলাম সাব্বির আলী পাশা ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিওতে ভর্তি রয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে, ও সঞ্চালনায় ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক ছাত্রনেতা ও বিএনপি পরিবারের সদস্য বাসির উদ্দিন, উপস্থিত ছিলেন আহবায়ক সদস্য গাজীপুর জেলা যুবদল আলী হোসেন, সহসভাপতি শ্রীপুর উপজেলা মৎস্যজীবী দল আসাদ হোসেন, রাজাবাড়ী সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া, বিএনপি নেতা শরিফুল আলম টিপু, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন কাজী,অন্যান্য ওদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দরা

Reporter Name 









