
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
বিশ্ব শিক্ষক দিবসের নীতিমালার আলোকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন উপজেলা পর্যায়ে পটিয়া উপজেলার শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় চক্রশালা স্কুলের শিক্ষক কর্মচারী পরিষদ, পরিচালনা পরিষদ ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে
গতকাল বুধবার সকালে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।
উল্লেখ্য ২৩ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনের পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান পটিয়া উপজেলা শ্রেষ্ট গুনীজন প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন’কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এসময় পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Reporter Name 








