
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বনকে সমৃদ্ধ ও পরিবেশ রক্ষায় ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্চের আওতাধীন মনিপুর বিট এলাকায় তাল বীজ বপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে সংরক্ষিত বনভূমির ২ নং বোকরান মনিপুর মৌজার বিভিন্ন বাগানে মোট পাঁচ শত তাল বীজ বপনের কার্যক্রম চলছে। বিট কর্তৃপক্ষ জানায়, বপনকৃত তাল গাছ ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনাঞ্চলের গাছপালা রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।